Covid-19 Journey: Part 3 | ICU in hospitals in Dhaka info || ঢাকার হাসপাতালে আইসিইউ তথ্য

Corona Journal of Synthia

10-06-2020

জার্নালের আগের পর্বে আমার ছোটো বোনের স্বাস্থের ভয়ানক অবস্থা সম্পর্কে তুলে ধরেছিলাম। ওই ঘটনার পরবর্তী অবস্থা নিয়ে এ পর্বে কথা বলবো।


আমার বোনকে, ডক্টর ২ বেলা নেবুলাইজ করতে বলেছেন। ৭ তারিখে, সানজানা নেবুলাইজ করতে দেরি করায় পুনরায় ওর এজমা অ্যাটাক হয়। আল্লাহর রহমতে অ্যাটাকটি ছিলো মাইল্ড। নেবুলাইজ করার পরপরই ঠিক হয়ে যায়। তবে আমরা শুধুই দিন গুনছি, কবে টেস্ট রিপোর্ট পাব। রিপোর্ট পেলেই সানজানাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।


আমাদের ছয়জনের পরিবারের সবচেয়ে ছোট দুই সদস্য আমার দুই জমজ ভাই, সাহিল-সানিম। অবিশ্বাস্য হলেও,

আল্লাহর রহমতে ওদের মধ্যে কোনো উপসর্গ নেই। ওরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরেছে। সকালে উঠে নিজ গরজেই বলে, "আপু সোফাতে, টিভির রিমোটে, ওয়াশরুমে জীবানুনাশক স্প্রে করে দেও, আমরা ব্যবহার করব"। জীবানুনাশক স্প্রে করার সময় অবশ্যই মাস্ক পরে নিতে হবে নয়ত জীবানুনাশক নাকে-মুখে ঢুকে যাবে। যা অত্যন্ত বিপদজনক। 




আমি আমার ভাইদের বুদ্ধিমত্তা দেখে প্রতিনিয়ত অবাক হই। নিজ গরজে ওরা আমাদের থেকে দূরে থাকে। আমার বা সানজানার রুমে ঢুকেনা, ঘরের ভিতর দৌড়াদৌড়ি করেনা, ফল-সবজি-মসলাপানি যা-ই খেতে বলি খুশি মনে খায়, চিনি বা অন্য শর্করা জাতীয় খাবার মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়ার জন্য বায়না করেনা। ওদেরকে আল্লাহ অন্তত এই বিপদ থেকে রেহায় দিক, এটাই এখন একমাত্র আশা।


আমার বড় খালুর শারিরীক অবস্থা এখন অনেকটাই ভালো। উনি আবার টেস্ট করাবেন কিছুদিনের মধ্যেই, আশা করছি নেগেটিভ আসবে। বড় খালামনি কিছুটা অসুস্থ হলেও তারও অবস্থার উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ। খালামনিও ৬ জুন  টেস্ট স্যাম্পল দিয়ে গিয়েছে। এদিকে, আবার আমার নানি ভীষণ দুর্বল হয়ে পরেছেন। ৮ জুন নানা-নানি, মেজ খালামনিও টেস্ট স্যাম্পল দিয়ে গিয়েছেন। সবাই আমরা রিপোর্টের অপেক্ষায় আছি।


করোনা সাস্পেক্ট হওয়ায় আমরা সকল বাজার ঘর থেকেই করছি। অনলাইনে অর্ডার করার সময় আমি সকলকেই আমাদের সমস্যা বলি, তারা যথাসাধ্য চেষ্টা করেন নিরাপত্তার সাথে, অতিদ্রুত আমাদের জিনিস পাঠাতে। 'NAQIA' নামক পেজে সুন্দরবনের মধু আর অর্গানিক হলুদগুড়া অর্ডার করেছিলাম। আমাদের সমস্যার কথা শুনে ওরা ১৪ ঘন্টার মধ্যে পার্সেল পাঠিয়েছে তাও কোন বাড়তি চার্জ ছাড়াই।


বাসার কাছের 'ওহাশপ' নামক পেজে আম ও খেজুর অর্ডার করার ১০ মিনিটের মধ্যে ওরা ডেলিভার করে কোন চার্জ ছাড়াই। এছাড়াও, গুলশান ডি.সি.সি মার্কেটের হোসেন বানিয়াতি স্টোর থেকে বাদাম, চিয়াসীড, ওটস, অ্যাপল সাইডার ভিনেগার ইত্যাদি কিছু পুষ্টিকর খাবার অর্ডার করি ৮জুন সকালে। ওইদিন বিকালেই ওরা পাইকারি দামে, সব পণ্য গুলশান থেকে উত্তরা দিয়ে যায় এবং কেবল বাসভাড়াটাই রাখে।


প্রতিদিনই 'প্রেস্ক্রিপশন-এইড' থেকে ডেলিভারি চার্জ ছাড়া আমাদেরকে মেডিসিন ডেলিভার করছে। অনেকসময় একদিনে ২-৩ বার করেও মেডিসিন দিয়ে যাচ্ছে আমাদেরকে। এতগুলো মানুষের উপকার আমরা কখনোই ভুলবোনা।


পরিশেষে, আমার অবস্থা কি জানতে চাইলে বলবো আমি ভালোই আছি। সবাইকে যথাসাধ্য সাহায্য করে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয়, আমি কবে এতো বড় এবং শক্ত মেয়ে হয়ে গেলাম নিজেই তো বুঝলাম না! শারিরীক সমস্যা বলতে আমি কেবল জেগে থাকার সময় শুয়ে থাকতে পারিনা, শুয়ে থাকলেই নাক বন্ধ হয়ে যায়। তাই জেগে থাকলে আমি ঘরের ভিতর হাটতে থাকি। সবাই দোয়া করবেন, আমার এবং আমার পরিবারের জন্য।


দয়া করে, আমাদের করোনা জার্নি সম্পর্কে জানতে এবং করোনার সাথে যুদ্ধে জয়ী হবার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমার ব্লগ ফলো এবং সাবস্ক্রাইব করুন। আমার লেখা আপনাদের ফেসবুক বা অন্য যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন, যাতে সকলেই আমার ব্লগ থেকে উপকৃত হতে পারে।


উল্লেখিত সার্ভিস গুলোর লিংক ও ফোন নাম্বার 



ঢাকায় করোনার সেবাদানকারী আই.সি.ইউ ব্যবস্থাযুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের তালিকাঃ


১) ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আশুলিয়া - +880 9611-222666

২) কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল,উত্তরা - 019 99 956290

৩) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, নিউ এয়ারপোর্ট রোড - 017 69 010200

৪) মহানগর জেনারেল হাসপাতাল, নয়া বাজার, ইংলিশ  রোড, মতিঝিল - 02 57390860

৫) রেলওয়ে জেনারেল হাসপাতাল, আওটার সার্কুলার রোড, কমলাপুর - 02 55007420

৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল - 02 55165001

৭) শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল - 02 8144048

৮) মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল - 015 53 306518

৯) মেটার্নাল & চাইল্ড হেলথ ট্রেইনিং & রিসার্চ ইনস্টিটিউট, লালকুঠি, মিরপুর ১ - 02 9002012

১০) সাজিদা ফাউন্ডেশন হাসপাতাল ১২৫, জুরাইন মেডিকেল রোড - 017 77 771625

১১) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ০১,  ইস্কাটন গার্ডেন রোড- 02 48311721

১২) আনোয়ার খান মডার্ণ মেডিকের কলেজ হাসপাতাল, ০৮ রোড, ধানমণ্ডি - 02 9670295

১৩) ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালি - 0 9606 111222

১৪) রিজেন্ট হাসপাতাল, রোড ১৭, Sector ১১, উত্তরা -  02 8931133

১৫) রিজেন্ট হাসপাতাল, মিতি প্লাজা, মিরপুর ১৩ -  02 9033057



Corona Journal Series


Print this post

Post a Comment

0 Comments

Way2Themes | Blogger Themes