Corona Journal of Synthia
06-06-2020
PART II
আমার ছোট বোনের অ্যাজমা আর ডায়াবেটিস আছে। করোনার লক্ষন হিসেবে ৫ জুন রাত ন'টার দিকে ব্যাপক শ্বাসকষ্ট শুরু হয়। হাতের আঙ্গুল বেকে যাচ্ছিল, থর থর করে শরীর কাপছিলো। রাতে ওই সময়ে ঠিক কি করবো আমরা বুঝে উঠতে পারছিলাম না। আর ও যন্ত্রণায় চিৎকার করছিল আর বলছিল, "আম্মু আমাকে ধর, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি মারা যাচ্ছি"।
আমার কঠিন হৃদয় বাবা যাকে আমি কোনদিন কাঁদতে দেখিনি, সেরাতে তিনবার হাউমাউ করে কেঁদেছে । আমার মা জরিয়ে ধরেছিল বোনকে।
আমি সময় নষ্ট না করে আমার বন্ধুদের ফোন করি। কিংশুক-কাব্য ওরা ভেন্টিলেটর নিয়ে কাজ করছে বেশ কিছুদিন ধরে। ওদের টিমে আছেন ডাক্তার কাজী স্বাক্ষর ভাইয়া যিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের একজন ফ্রন্টলাইন ডাক্তার। আমি দ্রুত উনার সাথে ফোনে যোগাযোগ করি এবং উনি সব রকম সহায়তা করেন। উনার পরামর্শে আমরা বোনকে নেবুলাইজ করি এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেই। ইমারজেন্সি সময়ে উনার সাহায্যের জন্য আমরা আমাদের পরিবারের সবাই উনার কাছে কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ডাঃ আসিফ সৈকত ভাইয়াকে যিনি একজন আইসিইউ স্পেশালিস্ট এবং স্পন্দন ভেন্টিলেটর টিমের একজন উপদেষ্টা।
সে রাতে বোনকে ২ বার নেবুলাইযার দিতে হয়েছিল। তার সাথে আদা-মশলা জলের ভাপ (steam inhalation) এবং ইনহেলার দেয়া হয়। তারপর বোন কিছুটা স্বাভাবিক হয়েছিল আলহামদুলিল্লাহ্।
করোনায় আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে দ্রুত হসপিটালে নেয়া জরুরি। কিন্তু আমরা সেরাতে বোনকে কোন হাসপাতালে নিতে পারিনি কারন হাসপাতাল গুলি কেবলমাত্র কনফার্ম করোনা পজিটিভ পেশেন্টকে সেবা দেয়। তখনো আমার বোনের টেস্ট রেজাল্ট পেয়েছিলাম না। সেদিন সারারাত ওকে অ্যাজমায় কষ্ট করতে হয়। রাতেই ৩-৪ বার বমি হয়। শরীর প্রচণ্ড দুর্হবল হয়ে পড়ে।
পরদিন উত্তরা আধুনিক আমাদেরকে উনাদের ডক্টর এর কাছে ভিজিট করতে বলে এবং জানায় যদি উনাদের ডক্টরের নির্দেশ দেয় তাহলে ভর্তি করাতে পারে। আমরা ওইখানের একজন ডক্টর এর সাথে কন্সাল্ট করি বোনকে নিয়ে গিয়ে। উনি কিছু মেডিসিন দেন এবং যেহেতু অই সময় বোনের অবস্থা একটু ভাল ছিল সেহেতু ভর্তি না হতে বলেন।
সেই ২৪ ঘন্টা আমাদের জীবনের এক ভয়াবহ কালো অধ্যায়। মেডিক্যাল ইমারজেন্সি কতটা মানসিক চাপের সৃষ্টি করে তা বলে বোঝানোর না। বোন আপাতত আগের চেয়ে সুস্থ আছে আল্লাহ তা'লার রহমতে। কিন্তু আমাদের বৃহত্তর পরিবারের মধ্যে যাদের রিপোর্ট এসেছে তাদের ৪ জন COVID-19 Positive.
আমরা প্রত্যেক মুহূর্ত আল্লাহ রব্বুল আ'লামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করছি।
আপনারা যারা এই লেখাটি পড়ছেন তারা প্লিজ আমাদের এবং বাংলাদেশি মানুষের জন্য দোয়া ইউনুস পাঠ করবেন যত বেশি সম্ভব।
দোয়া ইউনুসلَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ(Qur’an 21:87)Transliteration: La ilaha illa anta, Subhanaka, Inni kuntu minaz-zalimin
বাংলা অর্থ - তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
প্রেসক্রিপশন
প্রেসক্রিপশন প্রত্যেকের জন্য আলাদা হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না। আমি ডাক্তারদের থেকে যে প্রেসক্রিপশন পেয়েছি সেগুলা একত্র করে নিচে দিয়েছি সুবিদার্থে। কোম্পানি বায়াসড এড়াতে জেনেরিক নাম দেয়া হয়েছে।
1. Azithromycin - 0+0+1 (7 days)
2. Zinc 20mg - 1+0+1(14 days)
3. Fexofenadin - 1+0+1
4. Vitamin C Tablet - 1+1 +1 (14 days)
5. Omeprazole 20mg - 1+0+1
6. Ivermectin - 1+0+1(3 days)
7. Paracetamol 500mg to 650mg- 1+1+1( জ্বর থাকলে )
8. Colecalciferol [Vitamin D3] 20000 IU- 1 per week
আমি বেশিরভাগ মেডিসিন E-Pharma app [https://www.epharma.com.bd/] এবং Prescription Aid, Uttara [+880 1308 052 999] থেকে সংগ্রহ করেছি। ২-৩ ঘণ্টার মধ্যে ডেলিভারি পেয়েছি প্রতিবারই।
ঘরে বসে যে জিনিশগুলো করবেন তা হচ্ছে -
১) গরম পানি দিয়ে কুলি
২) ১০ ঘন্টা ঘুম (উপুড় বা কাত হয়ে)
৩) চিত হয়ে শোয়া যাবেনা এতে ফুসফুসে ভাইরাল লোড বাড়ে
৪) ভিটামিন সি যুক্ত খাবার - লেবু, মাল্টা,আংগুর, আনারস, আনার, মৌসুমী ফল।
৫) ঘরের ফার্নিচার, ফ্লোর , দরজার হ্যান্ডেল, বেসিন ইত্যাদি যাবতিয় জিনিসে জীবানুনাশক দিতে হবে।
৬) জেগে থাকা অবস্থায় ঘরেও মাস্ক পড়তে হবে
৭) শ্বাসকষ্ট থাকলে দিনে দুইবার নেবুলাইজ করতে হবে
৮) প্রতি ঘন্টায় মশলাপানির ভাপ নিতে হবে
৯) দিনে অন্তত ৩ বার মশলাপানি পান করতে হবে
১০) অন্তত ১ ঘন্টা হাটবেন ঘরেই, সারাক্ষন শুয়ে থাকা যাবেনা
১১) মন শক্ত রাখুন, হাসির নাটক দেখুন, ভয় পাবেন না
১২) ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ থাকলে প্রতিদিন ঘরেই সুগার লেভেল ও বি.পি চেক করুন
১৩) প্রতিদিন ফুসফুসের ব্যায়াম করুন, ইউটিউবে অনেক ভিডিও আছে ব্যায়ামের।
১৪) সকালের রোদ গায়ে মাখতে জানালা দিয়ে আলো প্রবেশ করতে দিন, প্রয়োজনে ছাঁদে এবং বারান্দায় যেতে পারেন।
মশলা পানির উপাদান-
কালোজিরা, আদা, কাচাহলুদ, মেথি, লং, দারচিনি, জিরা, এলাচ, পানি, মধু।
Corona Journal Series
1 Comments
These phrases can even discuss with positions in a participant's get together. Earn one hundred Gift Points for every $1 SLOT DOLLAR® earned on slot play. It feels like may be} 카지노 사이트 fighting in opposition to a machine like that, and it's fighting again.
ReplyDeleteAllow cookies settings for the blog and blogger to comment.