তারই ধারাবাহিকতায় আজ আমি অক্সিজেন সিলিন্ডার হোম ডেলিভারি সার্ভিসগুলো এবং প্লাজমা এর জন্য কন্টাক্ট ইনফরমেশন এর সাথে সাথে লিখবো আমার আট বছরের ছোট দুই ভাই এর প্রবল বিশ্বাস এবং আমার সরকারি কর্মকর্তা মা এর করোনা-কালীন কর্মজীবনের কথা।
![]() |
প্রথমেই জানিয়ে রাখি, আমাদের পরিবারের ১১ জন সদস্যের করোনা টেস্ট রিপোর্ট ইতোমধ্যে আমরা পেয়েছি। ১১ জন থেকে ৫ জন করোনা পজিটিভ এবং ৬ জন নেগেটিভ। পজিটিভ ৫ জন হলোঃ আমার মা, আমার ৮ বছর বয়সী ভাই সানিম, আমার নানি, আমার মেজো খালামনি এবং আমার বড় খালু৷ আল্লাহর অশেষ রহমতে এই ৫ জনের মধ্যে ৪ জন মোটামুটি ভালোই আছেন। কেবল আমার নানি উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। সবাই আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ এবং ঘরোয়া চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
আমার আম্মু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিগত ২২ বছর ধরে কর্মরত আছে। বর্তমানে আম্মু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করছে। আমরা সকলেই জানি যে, করোনার জন্য দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের মহৎ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী । তাই, দেশ লকডাউন হয়ে যাবার পর আম্মু তার কর্মস্থল গফরগাঁওতেই স্থায়ীভাবে চলে যায় একটি ইউনিয়নের ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করতে। সুষ্ঠভাবেই আম্মু তার দায়িত্ব পালন করছিলো কিন্তু হঠাত তার জ্বর আসলে তিনি সরকারি স্বাস্থ্যবিধি মোতাবেক সেলফ কোয়ারানটিন এর জন্য বাসায় চলে আসেন এবং আইসোলেটেড হয়ে যান। আম্মুর পর, ছোট ভাই সানিমেরও উপসর্গ দেখা দিতে থাকে। ফলে সানিমকেও আইসোলেটেড করে দেয়া হয়। এক সপ্তাহের মধ্যে তারা দুইজনেই কিছুটা সুস্থ হয়। এরই মধ্যে আমার বড়খালুর রিপোর্ট পজিটিভ আসে, যার কারণে আমরা সবাই টেস্ট করাই। সকল উপসর্গ থাকার পরেও আমার, আব্বুর, সানজানার, সাহিলের রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে আমরা ৬ জন আমাদের বাসায় সেলফ আইসোলেশন অবস্থায় আছি। আমাদের সার্বক্ষণিক অবস্থা আমি ব্লগ এ প্রকাশ করি এবং আমাদেরকে যথেষ্ট সহযোগীতা পেয়েছি। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ।
![]() |
Sahil and Sanim |
এখন আসি আমার ছোটভাই সানিমের কথায়। আম্মুকে আইসোলেটেড করা গেলেও, সানিমকে আইসোলেশনে দেয়া সম্ভব হয়নি। কেননা, আমরা চাইনি এত ছোটো বয়সে রোগের ভয়ে, ও ভেঙে পড়ুক। ওকে এবং সাহিলকে একই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বাড়িতেই। কথার ছলে আমি গতকাল সানিমকে জিজ্ঞেস করলাম, "ভাইয়া তোমার কেমন লাগবে যদি তোমার করোনা হয়?"
সানিম উত্তর দিলো, "আমার কখনোই করোনা হতে পারেনা, কারণ আমি অনেক ভালো। সব কথা শুনি,নামাজ পড়ি। আমার কেন করোনা হবে! "। এই উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং বুঝলাম যে, সানিমের এই দৃঢ় বিশ্বাস ভেঙে দেয়া আমাদের উচিত হবেনা।
পরিবারের সকলেই আমরা ১৪ দিন অন্তর অন্তর টেস্ট করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার বোনের আর কনো অ্যাজমা অ্যাটাক হয়নি বিগত ৭ তারিখের পর। সুতরাং, ওকেও আর হাসপাতালে ভর্তি করতে হবেনা। আমার পরিবারের সকলেই এখন মানসিকভাবে ভিষণ শক্ত হয়ে গিয়েছে। সবগুলো নিয়মকানুন অত্যন্ত নিষ্ঠার সাথে সবাই পালন করছে। আশা করছি আল্লাহর রহমতে আমরা সকলেই এই বিপদ থেকে পরিত্রাণ পাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার আগের করোনা জার্নাল তিনটিও পড়তে ভুলবেন না। দয়া করে আমার ব্লগ ফলো করবেন যেন জরুরি কোন তথ্য বাদ না পড়ে। আমি করোনা সম্পর্কিত নানা রকম তথ্য ব্লগ এ প্রকাশ করছি। আপনাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আমার জার্নাল শেয়ার করে এই প্রয়োজনীয় তথ্যগুলো মানুষকে পৌছে দিতে আমাকে সহায়তা করবেন।
পুলিশ ব্লাড ব্যাংক ফোন নম্বর - 017-133-98386
বর্তমানে ঢাকায় প্লাজমা ডোনার পাবার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোল "পুলিশ ব্লাড ব্যাংক, রাজারবাগ"। প্লাজমা ডোনার পাবার জন্য তাদেরকে সকাল ১০টা হতে রাত ৯টার মধ্যে ফোন দিলে সহযোগীতা পাওয়া সম্ভব।
ঢাকায় জরুরি ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার হোম ডেলিভারি সার্ভিসগুলোর ফোন নম্বরসহ তালিকা-
Print this post
পরিবারের সকলেই আমরা ১৪ দিন অন্তর অন্তর টেস্ট করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার বোনের আর কনো অ্যাজমা অ্যাটাক হয়নি বিগত ৭ তারিখের পর। সুতরাং, ওকেও আর হাসপাতালে ভর্তি করতে হবেনা। আমার পরিবারের সকলেই এখন মানসিকভাবে ভিষণ শক্ত হয়ে গিয়েছে। সবগুলো নিয়মকানুন অত্যন্ত নিষ্ঠার সাথে সবাই পালন করছে। আশা করছি আল্লাহর রহমতে আমরা সকলেই এই বিপদ থেকে পরিত্রাণ পাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার আগের করোনা জার্নাল তিনটিও পড়তে ভুলবেন না। দয়া করে আমার ব্লগ ফলো করবেন যেন জরুরি কোন তথ্য বাদ না পড়ে। আমি করোনা সম্পর্কিত নানা রকম তথ্য ব্লগ এ প্রকাশ করছি। আপনাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আমার জার্নাল শেয়ার করে এই প্রয়োজনীয় তথ্যগুলো মানুষকে পৌছে দিতে আমাকে সহায়তা করবেন।
বর্তমানে ঢাকায় প্লাজমা ডোনার পাবার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোল "পুলিশ ব্লাড ব্যাংক, রাজারবাগ"। প্লাজমা ডোনার পাবার জন্য তাদেরকে সকাল ১০টা হতে রাত ৯টার মধ্যে ফোন দিলে সহযোগীতা পাওয়া সম্ভব।
ঢাকায় জরুরি ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার হোম ডেলিভারি সার্ভিসগুলোর ফোন নম্বরসহ তালিকা-
- ১) সেবা লাগবে - 01994888999
- ২) মেডিশপ - 01716671752
- ৩) অক্সিজেন বাংলাদেশ - 01714585817
- ৪) নার্সিং হোম কেয়ার - 01719661366
- ৫) লিন্ডে বাংলাদেশ - 02 8870322-27
- ৬) ইসলাম অক্সিজেন লিমিটেড - 01755660329
- ৭) সেবা এজেন্সি - 01795228222
- ৮) পিনন গ্রুপ - 01819408980
- ৯) বি.এম.এ বাজার - 01971575666
- ১০) অক্সিজেন ঢাকা - 01710207707
Corona Journal Series
1 Comments
Wynn Hotel Casino & Spa, Las Vegas - Mapyro
ReplyDeleteView a detailed profile of Wynn Hotel 경주 출장샵 Casino 충청남도 출장마사지 & 충주 출장안마 Spa, Las Vegas including further data 김포 출장안마 and reviews. 제천 출장마사지 Hotel? Yes. You'll also find
Allow cookies settings for the blog and blogger to comment.